ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্যে আতঙ্কের সেই দুই কোম্পানি

২০২৩ ডিসেম্বর ২৮ ১৯:২০:১৮
উত্থানের নেপথ্যে আতঙ্কের সেই দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের দিন ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে থামিয়ে দিয়েছিল আতঙ্কের দুই শেয়ার। যেগুলো হলো-সী পার্ল রিসোর্ট ও এমারেন্ড ওয়েল। আগের দিন বড় উত্থানের পথে থাকা শেয়ারবাজারকে শেয়ার দুটি টেনে-হিছড়ে পতনের বৃত্তে নামিয়েছে।

গতকাল (বুধবার) শেয়ার দুটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে নেমে অর্ধ কোটির বেশি শেয়ারের সেল অফার দিয়ে গোটা বাজারে আতঙ্ক ছড়িয়েছিল। যে কারণে শেষ বেলায় বাজার পতনের বৃত্তেই আটকে থাকে।

আজ সেই দুই শেয়ারই নিম্নমুখী বাজারকে ঊর্ধ্বমুখী প্রবণায় ফিরিয়েছে। আজ লেনদেনের শুরুতে সী পার্ল রিসোর্ট ও এমারেন্ড ওয়েলের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন পর্যায়ে নেমে লাখ লাখ শেয়ারের সেল অফার দেখা যায়। এই সময়ে শেয়ার দুটি ক্রেতাশুন্য থাকে।

কিন্তু সেই সেল অফার মূহুর্তের মধ্যে বড় বিনিয়োগকারীরা লুফে নেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বিক্রেতাশুন্য হয়ে যায়। দিনভরই কোম্পানি দুটির শেয়ার সর্বোচ্চ দামে বিক্রেতাশুন্য থেকেছে।

বছরের শেষ কর্মদিবস আজ বড় উত্থান দিয়ে চলমান থাকলেও বেলা ১২টার আগে বাজার পতনের বৃত্তে ফিরে আসে। এই সময়ে কিছু বড় মূলধনী কোম্পানি এবং কম দামি প্রায় সব শেয়ার জোট বেঁধে আজে যেন পতনে নেমেছিল। যে কারণে বাজারের সূচক অপরিহার্যভাবে রোড জোনে ধাবিত হয়।

তবে সী পার্ল রিসোর্ট ও এমারেন্ড ওয়েলের শেয়ার আজ ইতিবাচক ধারায় ফেরায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের প্রশান্তি স্থান পায়। যা সার্বিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। যদিও কম দামি বা ছোট ছোট কোম্পানির বিনিয়োগকারীদের আজ হতাশার মধ্যে থাকতে হয়েছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ২.৬২ পয়েন্ট। আর সী পার্ল রিসোর্ট ও এমারেন্ড ওয়েল সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে যথাক্রমে ২.৫১ পয়েন্ট ও ১.০৬ পয়েন্ট। লঙ্কাবাংলা এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জুলাই সী পার্লের শেয়ার লেনদেন হয়েছিল ৪৪ টাকায়। যা ধারাবাহিকভাবে বেড়ে ২০২৩ সালের ৯ মার্চ লেনদেন হয়েছে ২২৮ টাকায়। এরপর ৯ মাসের কম সময়ের মধ্যে শেয়ারটি আজ ৮১ টাকা ৭০ পয়সায় ক্রেতাশুন্য হয়। গত চার কর্মদিবসই শেয়ারটি ক্রেতাশুন্য থেকেছে। তবে আজ দিনভরই শেয়ারটি ৯৯ টাকা ৭০ পয়সায় বিক্রেতাশুন্য থেকেছে। উল্লেখ্য, এর মধ্যে কোম্পানিটির মুনাফা ও ডিভিডেন্ডে অনেক এগিয়েছে। তারপরও শেয়ারটির দাম কমেছে ধারাবাহিকভাবে।

অন্যদিকে, চলতি বছরের মার্চ মাসে এমারেন্ড ওয়েলের শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকার ঘরে। এরপর উৎপাদনে ফেরার খবরে শেয়ারটির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তিন মাসের মাথায় শেয়ারটির দাম ১৯০ টাকায় উঠেছে। এই সময়ে কোম্পানির পণ্য দেশে-বিদেশে বাজারজাতকরণের অনেক আকর্ষণীয় খবর প্রকাশ করা হয়। গত ১২ জুলাই ১৯০ টাকার ওপরে লেনদেন হয়ে পরদিন থেকে পতনের ধারায় নামে শেয়ারটি। তারপর চার মাসের মাথায় আজ ৬০ টাকায় লেনদেন হয়েছে। যদিও শেষ বেলায় ৭৩ টাকা ২০ পয়সায় বিক্রেতাশুন্য থেকেছে শেয়ারটি।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে