ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

২০২৩ ডিসেম্বর ২৭ ১৯:২৩:০৮
উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা পেয়েছে পুলিশ। অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

একজন নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখা থেকে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে।

পুলিশ স্বীকার করে বলেছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা মিলেছে। এই বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) তথ্যের সত্যতা নিশ্চিত করে ধানমনন্ডি মডেল থানার ওসি পারভেজ ইসলাম বলেন, একজন নারী গত মঙ্গলবার ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় যান। সেখানে তিনি বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। এরপর মৌখিকভাবে থানায় অভিযোগ দেন।

ওই নারীর অভিযোগের সত্যতা নিশ্চিতে উইমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায় গিয়ে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করা হয়। এই সময় শাখার তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

ধানমনন্ডি মডেল থানার ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি অভিযোগ করবেন না।

তিনি জানান, পুলিশ বাদী হয়ে এই ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের কর্মকর্তাকে আসামি করে মামলা করবে। মামলার পর আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে