ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সংসদে বিরোধী দল কারা হবে জানতে চেয়েছে ইইউ

২০২৩ ডিসেম্বর ২৬ ২২:০০:৫১
সংসদে বিরোধী দল কারা হবে জানতে চেয়েছে ইইউ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এদিন বিকেল ৪টায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে জানতে চেয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, তারা বলেছেন শুধু কি আওয়ামী লীগের লোকজনই স্বতন্ত্র প্রার্থী? আমরা আমাদের জবাব দিয়েছি। তারা সেটা শুনেছেন। তারা বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলেন বেশি।

বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে