ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সিপিডিতে যারা আছেন, তারা মনগড়া অংক কষেন: পররাষ্ট্রমন্ত্রী

২০২৩ ডিসেম্বর ২৬ ১২:২০:২১
সিপিডিতে যারা আছেন, তারা মনগড়া অংক কষেন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগে (সিপিডি) যারা আছেন, তারা মনগড়া অংক কষেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেটের আম্বরখানায় নির্বাচনী প্রচারকালে তিনি এ মন্তব্য করেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিপিডিতে যারা আছেন, তারা সকলেই শ্রদ্ধাভাজন। তবে তারা ঘরে বসে মনগড়া অংক কষেন। সত্যিকারের হিসাব নেই তাদের কাছে। তারা গল্প বানিয়ে ছড়িয়ে দেন মিডিয়ার এট্রাকশন পাওয়ার জন্য।’

তিনি জানান, ভোটকেন্দ্রে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটাররা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হবে।

এর আগে দিনের শুরুতেই নগরীর আম্বরখানা থেকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রচারকালে মোমেন ভোটারদের হাতে তাঁর নির্বাচনী লিফলেট তুলে দেন। পাশাপাশি নৌকার পক্ষে ভোট চান। এবার সিলেট–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে