ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্যাংক অ্যাডজাস্টমেন্টের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

২০২৩ ডিসেম্বর ২৪ ১৫:০৭:০০
ব্যাংক অ্যাডজাস্টমেন্টের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাৎসরিক ব্যাংক অ্যাডজাস্টমেন্টের কারণে শেয়ারবাজারে ঢালাও পতন হয়। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ১৫ পয়েন্টের বেশি।

আজও সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ ডিসেম্বর) ব্যাংক অ্যাডজাস্টমেন্টের কারণে উভয় বাজারে বড় পতন হয়েছে। আজ ডিএসইতে ডিএসইতে যে পরিমাণ শেয়ারদর বেড়েছে, তার চেয়ে পৌনে চার গুণ বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। আর সিএসইতে দ্বিগুণ পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে এখন নন-মার্জিন শেয়ারের লেনদেনই চলছে যে কারণে ফ্লোর প্রাইসের ওপরে থাকা শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ খুব অল্প। বেশিরভাগর বিনিয়োগকারী এখন মার্জিন ঋণ ছাড়াই শেয়ার লেনদেন করছে। যে কারণে কম দামে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চাইছেন না বলে উভয় বাজারেই লেনদেন ফের তলানিতে নেমে গেছে। আজ উভয় বাজারে লেনদেন আগের দিনগুলোর তুলনায় অর্ধেকের নিচে নেমে এসেছে।

তাঁরা বলছেন, যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়েছেন, তারা বৃহস্পতিবার এবং আজ রোববার ব্যাংক অ্যাডজাস্টমেন্ট যা করার করে ফেলেছেন। আগামীকাল সোমবার থেকে ব্যাংক অ্যাডজাস্টমেন্টের তেমন চাপ বাজারে দেখা যাবে না। সকাল বেলায় বাজার কিছুটা চাপে থাকলেও বিকাল বেলায় ঘুরে দাঁড়াতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বাজারে বড় উত্থান দেখা যেতে পারে।

আজ ডিএসইতে ৪১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৪ কোটি ৯১ লাখ টাকা কম। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৬২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক আজ ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৫০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট

আজ সিএসইতে ১৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। যার মধ্যে দর বেড়েছিল ৪৯টির, কমেছিল ৩৯টির এবং দর অপরিবর্তিত ছিল ৯২টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে