ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘২০১৮ সালে মনোনয়ন দিয়ে তারেকের কাছে টাকা পাঠিয়েছিল বিএনপি’

২০২৩ ডিসেম্বর ২১ ১২:২৫:২৭
‘২০১৮ সালে মনোনয়ন দিয়ে তারেকের কাছে টাকা পাঠিয়েছিল বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে ৩ থেকে ৭ জনকে দলীয় মনোনয়ন দিয়ে লন্ডনে তারেকের কাছে টাকা পাঠিয়েছিল বিএনপি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিসুল হক। বুধবার (২০ ডিসেম্বর) রাতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি আগুনসন্ত্রাস চালিয়ে, মানুষ হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। এবারও তারা সেই চেষ্টা করছে। আপনারা ভোট দিয়ে সেই চেষ্টা প্রতিহত করবেন।

জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, আনিসুল হক দিনভর কসবায় গণসংযোগ করেন।

শেয়ারনিউজ, ২১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে