ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড অনুমোদন

২০২৩ ডিসেম্বর ১৪ ২০:৫৬:৫০
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ স্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন শেষ হওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ৫৭ তম বার্ষিক সাধারণ সভায় এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ভাইস চেয়ারম্যান রত্মা পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও আবুল কালাম আজাদ, হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গির আলম এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।

৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বিক্রয়, মোট মুনাফা এবং নিট মুনাফা (কর পরবর্তী) হয়েছে যথাক্রমে ৬ হাজার ৯৫৭ কোটি, ২ হাজার ৯৮৭ কোটি ও ১ হাজার ৬৪৭ কোটি টাকা।

কোম্পানির বিক্রয় এবং নিট মুনাফা (কর পরবর্তী) বেড়েছে যথাক্রমে ৪.৭৭ এবং ০.৩২ শতাংশ। আলোচ্য প্রতিবেদন অনুসারে ১ হাজার ৫১৪ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।

পরিচালক পর্ষদ সব কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়। এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জেস, জাতীয় রাজস্ব বোর্ড এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। সভা শেষে চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা ও সমর্থন জানানোর জন্যে শেয়ারহোল্ডারদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে