ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

২০২৩ ডিসেম্বর ১৪ ২০:৩৯:৫৩
দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর গত কয়েকদিন যাবত অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সতর্কবাতা জারি করেছে। কোম্পানি দুটি হলো-খান ব্রাদার্স ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

খান ব্রাদার্স

গত ২২ নভেম্বর ২০২৩ তারিখে খান ব্রাদার্সের শেয়ারদর ছিল ৬২ টাকা ৪০ পয়সা। সর্বশেষ আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর টানা বেড়ে দাঁড়ায় ৯৫ টাকা ৫০ পয়সায়। তৃতীয় দফায় টানা কোম্পানিটির দর বেড়েছে ৩৩ টাকা ১০ পয়সা বা ৫৩ শতাংশের বেশি। চলতি বছরের ১২ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা। যা প্রথম দফায় ১৯ সেপ্টেম্বর ২০ টাকা ৩০ পয়সায় বেড়ে দাঁড়ায়। এরপর শেয়ারটির দাম টানা বাড়তে থাকে। এরমধ্যে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আসে। ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আসার পর শেয়ারটির দাম আরও বাড়তে থাকে। যা গত ২২ নভেম্বর ৬২ টাকা ৪০ পয়সায় এবং আজ বৃহস্পতিবার ৯৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। যে কারণে কোম্পানিটির কর্তৃপক্ষ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। চলতি অর্থবছরের চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৩ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ পয়সা। যা আগের বছর একই সময়েও শেয়ার প্রতি লোকসান ছিল ১ পয়সা। অর্থাৎ লোকসানের বৃত্তেই কোম্পানিটি আটকে রয়েছে। তারপরও শেয়ারটির দাম বাড়ছে লাগামহীনভাবে। যা কোনোভাবে স্বাভাবিক মনে করছে না ডিএসই কর্তৃপক্ষ।

আনলিমা ইয়ার্ন ডাইং

গত ১২ ডিসেম্বর আনলিমা ইয়ার্নের শেয়ারদর ছিল ৩১ টাকা ৬০ পয়সা। এরপর কোম্পানিটির শেয়ারদর টানা বাড়তে থাকে। গতকাল বুধবার শেয়ারটির দাম ৪৪ টাকা ৪০ পয়সায় উঠে। আজ বৃহস্পতিবার সংশোধন হয়ে দাঁড়ায় ৪২ টাকা ৫০ পয়সায়। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৩ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। যা আগের বছর একই শেয়ার প্রতি আয় ছিল ১ পয়সা। অর্থাৎ মুনাফা থেকে কোম্পানিটি লোকসানে চলে গিয়েছে। তারপরও শেয়ারটির দাম বাড়ছে। যা কোনোভাবে স্বাভাবিক মনে করছে না ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে