ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহ শেষে ঘুরে দাঁড়িয়েছে এসএমই মার্কেট

২০২৩ ডিসেম্বর ১৪ ১৭:৩৬:৪২
সপ্তাহ শেষে ঘুরে দাঁড়িয়েছে এসএমই মার্কেট

নিজস্ব প্রতিবেদক : টানা পতনের পর আজ ১৪ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজারে এসএমই মার্কেট। এদিন এসএমইতে সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৪ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১০.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০১.৫৬ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টি, কমেছে ৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

অএদিন এসএমইতে ৩০ লাখ ৬৫ হাজার ৮৬৫টি শেয়ার ২ হাজার ৪৮৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৫ কোটি ৪০ লাখ ৮৪ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ২৯১ কোটি ৭৭ লাখ ১১ হাজার টাকা। যা গতকালের তুলনায় ১৯ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা বেশি।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান্ডারল্যান্ড টয়েজ। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৯০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি স্টার অ্যাডহেসিভের ৪ টাকা ৩০ পয়সা ৬.৯৮ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল মোস্তফা মেটাল। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৪.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্টার অ্যাডহেসিভের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৪ লাখ ৯৯ হাজার ১৮টি শেয়ার ৮৭৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে