ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের বাজারেও দ্বিগুণ কোম্পানির ছন্দপতন

২০২৩ ডিসেম্বর ১৪ ১৫:৪৬:০২
উত্থানের বাজারেও দ্বিগুণ কোম্পানির ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক : আগের দুই কর্মদিবস সামান্য সংশোধনের পর সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার উত্থান প্রবণতায় টার্ন নিয়েছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক আজ বেড়েছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে প্রায় দ্বিগুণ কোম্পানির শেয়ারদর কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্রও একই রমম। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির। অর্থাৎ মুনাফা তোলার প্রবণতায় উত্থানের বাজারেও প্রায় দ্বিগুণ কোম্পানির শেয়ার দামে পতন হয়েছে।

এদিন ডিএসইতে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে ২৮৮ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছিল। আগের দিন ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। আজ সিএসইতে ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তবে উত্থানের মধ্যেও আজ সিএসইতে ১৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৩টির। দর অপরিবর্তিত রয়েছে ৭৮টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে