ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্যাংকাস্যুরেন্সের খবরে নেতৃত্বে ফিরেছে বিমার শেয়ার

২০২৩ ডিসেম্বর ১৪ ০৭:৪১:৩৩
ব্যাংকাস্যুরেন্সের খবরে নেতৃত্বে ফিরেছে বিমার শেয়ার

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংক বিমা পণ্য বিপনন ও বিক্রি করতে পারবে--এই খবরে শেয়ারবাজারে বিমার পালে নতুন হাওয়া লেগেছে। দীর্ঘদিন পর আজ বুধবার (১৩ ডিসেম্বর) শেয়ারবাজারে বিমার শেয়ার ফের লেনদেন ও দাম বৃদ্ধির নেতৃত্বে ফিরে এসেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স (Bancassurance) প্রবর্তন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে বিমা পণ্য বিপণন ও বিক্রয় ব্যবসা ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে করতে পারবে।

ব্যাংকাস্যুরেন্সের এই খবর শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে লেনদেন বাড়লেও সূচকের পতন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ২৩ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিমা খাতে। এখাতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ১৬.৫৯ শতাংশ বা ১১৯ কোটি ১৮ লাখ টাকা।

এদিন সাধারণ বিমার ৪১টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৮টির বা ৯১.৬৮ শতাংশ কোম্পানির। সেই হিসেবে বুধবার ডিএসইতের শেয়ারদর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় অর্ধেকই ছিল বিমা খাতের। দর বৃদ্ধির শীর্ষ ২০ কোম্পানির তালিকা জুড়ে ছিল বিমার শেয়ার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে দেশে ব্যাংকাস্যুরেন্স চালু হয়েছে। এতে ব্যাংক ও বিমা কোম্পানির একদিকে ব্যবসা বৃদ্ধি পাবে, অন্যদিকে মুনাফাও বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা হল-বিমা খাতের অনিয়ম ও এজেন্ট বাণিজ্য বন্ধ হবে। এখন ইচ্ছেমতো মুনাফার তথ্য গোপন করা বা গুম করে ফেলা সম্ভব হবে না।

শেয়ারনিউজ, ১৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে