ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

এসএমই মার্কেটে কমেছে সূচকের পাশাপাশি লেনদেন

২০২৩ ডিসেম্বর ১০ ২১:০৬:৪৬
এসএমই মার্কেটে কমেছে সূচকের পাশাপাশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে আজ রোববার ১০ ডিসেম্বরে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে সূচকের তীর নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৮.৩৭ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫টির এবং কমেছে ১১টির। এদিন এসএমইতে ৫৫ লাখ ২৩ হাজার ৭৭৬টি শেয়ার ৩ হাজার ৮২২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৬ কোটি ১১ লাখ ৯২ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৫ কোটি ৯০ লাখ ১ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯ কোটি ৭৮ লাখ ৮ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ২৭২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে ছিল অরিজা আগ্রো। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৩.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সা।

অন্য ৪টি কোম্পানির মধ্যে- স্টার অ্যাডহেসিভের ৩.০৬ শতাংশ, ওয়ান্ডারল্যান্ড টয়েজের ২.৮৮ শতাংশ, আল-মদিনা ফার্মার ০.৯৯ শতাংশ, বেঙ্গল বিস্কুটের ০.৪৮ শতাংশ এবং আছিয়া সি ফুডসের ০.৩৮ শতাংশ দর বেড়েছে।

দর কমার শীর্ষে ছিল হিমাদ্রীর। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনেরতুলনা ৭৭৭ টাকা ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫৪ টাকা ৩০ পয়সা।অন্য কোম্পানিগুলোর মধ্যে- কৃষিবিদ ফিডের ৪.৯৪ শতাংশ, মামুন এগ্রোর ৪.৯২ শতাংশ, কৃষিবিদ সিডের ৩.৭২ শতাংশ, এমকে ফুটওয়্যারের ১.৩৯ শতাংশ, নিয়ালকোর ১.২২ শতাংশ, বিডি পেইন্টসের ১.১৭ শতাংশ, মাস্টার ফিড এগ্রোর ০.৭৯ শতাংশ, এপেক্স ওয়েভিংয়ের ০.৬০ শতাংশ এবং মোস্তফা মেটালের ০.৬০ শতাংশ দর কমেছে।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নিয়ালকোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৬ লাখ ১৬ হাজার ৮৯৮টি শেয়ার ১ হাজার ৬৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আল-মদিনা ফার্মার। আজ কোম্পানিটির ২ কোটি ১০ লাখ ৮৬ হাজার টাকা। ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে অরিজা এগ্রোর।

শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে