ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থান হলেও শেয়ারবাজারে দেড় গুণ শেয়ারের পতন

২০২৩ ডিসেম্বর ০৫ ১৫:১৩:৩২
উত্থান হলেও শেয়ারবাজারে দেড় গুণ শেয়ারের পতন

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ নভেম্বর) থেকে তিন কর্মদিবসের টানা পতনে শেয়ারবাজারের সূচক কমেছিল ৩১ পয়েন্ট। এরপর বুধবার (২৯ নভেম্বর) থেকে ইতিবাচক প্রবণতায় টার্ন নেয় বাজার।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবারসহ পাঁচ কর্মদিবসে টানা উত্থানে বাজারের সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৩.১৭ পয়েন্ট। কিন্তু সূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে আজ ডিএসইতে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার দ্বিগুণের বেশি পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের দিনের ধারাবাহিকতায় আজও উভয় শেয়ারবাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পর উত্থানের বাজার নেতিবাচক প্রবণতায় মোড় নেয়। যদিও শেষ বেলায় বাজার ফের ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কিছু কিছু বিনিয়োগকারী যাদের শেয়ার মুনাফা হয়েছে, তারা মুনাফা তুলেছেন। যার কারণে উত্থান প্রবণতার শক্তি আগের চার কর্মদিবসের মতো তেমন জোরালো ছিল না।

আজ ডিএসইর প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে ৪৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন থেকে ৩১ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

অন্যদিকে, সিএসইতে আজ ২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।

আজ সিএসইতে ১৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৯২টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ০৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে