ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৩ ১৪:৫৭:১৩
রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।

আর ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড ওয়েল।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, বিডি থাই এ্যালুমিনিয়াম, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে