ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

আধা ঘন্টার মধ্যেই দুই কোম্পানির বিক্রেতা উধাও

২০২৩ নভেম্বর ৩০ ১২:০০:০৩
আধা ঘন্টার মধ্যেই দুই কোম্পানির বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ক্রেতা থাকলেও বিক্রেতা উধাও শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির। যেগুলো হলো : এমারেন্ড ওয়েল ও জিকিউ বলপেন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের দিন বুধবার এমারেন্ড ওয়েলের লেনদেন রেকর্ড ডেটের কারণে বন্ধ ছিল। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য অন্তবর্তী ডিভিডেন্ড মোট ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আজ লেনদেনে ফিরেই ৩০ মিনিটের মধ্যে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। সর্বশেষ মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৩ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৫ টাকায়। সর্বশেষ লেনদেন হয়েছে ৯১ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা প্রায় ৯.৯৭ শতাংশ। আজ বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৩ লাখের বেশি শেয়ার। আর হল্টেড প্রাইসে লাখ লাখ ক্রেতার সমাগম রয়েছে।

এদিকে, আগের দিন বুধবার জিকিউ বল পেনের ক্লোজিং দর ছিল ১৫৭ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের শুরুতেই ১৭৩ টাকায় হল্টেড হয়ে যায়। হল্টেড দামেই লেনদেন হয়েছে ৭০ হাজার শেয়ার। কোম্পানিটির শেয়ার আজ বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। আগেরদিনও কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দরে হল্টেড ছিল।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে