ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের ছোঁয়া মিলেনি দুই বহুজাতিক কোম্পানির শেয়ারে

২০২৩ নভেম্বর ২৯ ১৬:২৪:৩০
উত্থানের ছোঁয়া মিলেনি দুই বহুজাতিক কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবস পতনের পর আজ বুধবার (২৯ নভেম্বর) দেশের শেয়ারবাজারে উত্থানের ঝলক দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক বেড়েছে প্রায় ১৬ পয়েন্ট। কিন্তু সূচকের এমন বড় উত্থানের ছোঁয়া মিলেনি বহুজাতিক দুই কোম্পানির শেয়ারে। যেগুলো হলো-বাটা সু ও বার্জার পেইন্টসের শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, দর কমেছে ১৯টি কোম্পানির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৩ কোম্পানির। অর্থাৎ আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তারচেয়ে সাড়ে ৬ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। কিন্তু আজ পতনের ১৯টি কোম্পানির বৃত্তে আটকে গেছে বহুজাতিক ওই দুই কোম্পানির শেয়ার।

কোম্পানি দুটির মধ্যে আজ বাটা সু’র দর কমেছে ১ টাকা ৭০ পয়সা। আগের দিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ৯৪৩ টাকা ৫০ পয়সায়। আজ ক্লোজিং হয়েছে ৯৪১ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার আগের তিন কর্মদিবসও কমেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছিল ৯৭০ টাকায়।

আজ বাটা সু’র দর কমেছে ১ টাকা ৭০ পয়সা। আগের দিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ৯৪৩ টাকা ৫০ পয়সায়। আজ ক্লোজিং হয়েছে ৯৪১ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার আগের তিন কর্মদিবসও কমেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছিল ৯৭০ টাকায়।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে