ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

শীর্ষ ১০ কোম্পানির মূলধন কমেছে ৮১০ কোটি টাকা

২০২৩ নভেম্বর ২৬ ০৬:৫৬:৫০
শীর্ষ ১০ কোম্পানির মূলধন কমেছে ৮১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯-২৩ নভেম্বর) শেয়াারবাজারের শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন আগের সপ্তাহের তুলনায় কমেছে ৪১০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহ শেষে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫০৩ কোটি টাকায়। সপ্তাহের শুরুতে এই ১০ কোম্পানির বাজার মূলধন ছিল ১ লাখ ৮৬ হাজার ৯১৩ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে গ্রামীণফোন, ওয়ালটন হাই-টেক বিএটিবিসি, রবি আজিয়াটা, রেনাটা, ইউনাইটেড পাওয়ার ও বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন অপরিবর্তিত ছিল। বাজার মূলধন কেবল কমেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম ও বার্জার পেইন্টসের।

ডিএসইর মোট বাজার মূলধনের ৮.৬৩ শতাংশ নিয়ে গেল সপ্তাহে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৯৯ কোটি টাকায়।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৩৭ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৭.০৮ শতাংশ।

৬.২৪ শতাংশ বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিএটিবিসি। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন মূলধন দাঁড়িয়েছে ২৮ হাজার ৯ কোটি টাকায়।

চতুর্থ অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এক্সচেঞ্জটির মোট মূলধনের ৪.১৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৭ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৮ হাজার ৭৮৩ কোটি।

পঞ্চম অবস্থানে রয়েছে রবি। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩ কোটি টাকায়।

পরের অবস্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৮ কোটি টাকায়।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউপিজিডিসিএল বাজার মূলধনের দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৭ কোটি টাকায়।

পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১০ হাজার ৩৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাজার মূলধনের দিক থেকে নবম অবস্থানে রয়েছে বার্জার পেইন্টস। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৪ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ হাজার ২৩ কোটি টাকা।

শীর্ষ ১০ কোম্পানির সর্বশেষে রয়েছে লাফার্জহোলসিম। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৭ হাজার ৮৯৭ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ হাজার ৭১ কোটি টাকা।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে