ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের বাজারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

২০২৩ নভেম্বর ১৯ ১৭:১৮:৩৩
পতনের বাজারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপনের বাজারেও দাপট দেখাচ্ছে ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ার। গত ১০ কর্মদিবসে মাত্র দুই দিন নামে মাত্র সূচক বেড়েছে। গত সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হলেও সেই ধারাবাহিকতায় আজ সপ্তাহ শুরু হয়েছে। অথচ পতনের বাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে পেছনে ফেলে দাপট দেখাচ্ছে দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ার।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকায় ৭টি কোম্পানির শেয়ারই বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। যেগুলো হলো- সেন্ট্রাল ফার্মাসিউউিটক্যালস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইভিন্স টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক এক্সেসরিজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং ইয়াকিন পলিমার লিমিটেড। এই ৭টি কোম্পানির শেয়ারই বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি লোকসানে জর্জরিত।

আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৯.৮৬ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওষুধ ও রসায়ন খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। গত ৪ বছর ধরেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছে না। সর্বশেষ ২০১৯ সালে মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকেই কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। এছাড়া, কোম্পানিটির পুঁঞ্জিভূত লোকসানের পরিমাণ ৪৮ কোটি ৪১ লাখ টাকা।

আজ ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৮.৮৬ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রকাশনা খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। গত ৩ বছর ধরেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছেনা। সর্বশেষ ২০২০ সালে মাত্র ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকেই কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। এছাড়া, কোম্পানিটির পুঁঞ্জিভূত লোকসানের পরিমাণ ৮৬ কোটি ৬৬ লাখ টাকা। যা কোম্পানিটির মুলধনের তুলনায় ১৩ কোটি টাকা বেশি।

আজ ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে ইভিন্স টেক্সটাইলের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৮.৪৯ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বস্ত্র খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও ২৮৭.৫০ পয়েন্ট। গত ৩ বছর ধরেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছেনা। সর্বশেষ ২০২৩ সালে মাত্র ২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগের দুই বছর ২ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে পঞ্চম সর্বোচ্চ দর বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৫.৮৮ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। গত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর আগের বছর সর্বশেষ ২০২০ সালে মাত্র ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ষষ্ঠ সর্বোচ্চ দর বেড়েছে অলিম্পিক এক্সেসরিজের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৫.৫১ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। গত ২ বছর ধরেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছে না। সর্বশেষ ২০২১ সালে মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকেই কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা।

আজ ডিএসইতে সপ্তম সর্বোচ্চ দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৪.০৬ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া চামড়া খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও ৩৫৪.৭৮ পয়েন্ট। গত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। কোম্পানিটির পুঁঞ্জিভূত লোকসানের পরিমাণ ২৩ লাখ টাকা।

আজ ডিএসইতে অষ্টম সর্বোচ্চ দর বেড়েছে ইয়াকিন পলিমারের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩.৯৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকায় লেনদেন হয়েছে।

২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। গত ৩ বছর ধরেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছে না। সর্বশেষ ২০২০ সালে মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে