ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উৎপাদন তিন গুণ বাড়াবে এসএস স্টিলের সাবসিডিয়ারি আল-ফালাহ স্টিল

২০২৩ অক্টোবর ২১ ১৮:০২:৪০
উৎপাদন তিন গুণ বাড়াবে এসএস স্টিলের সাবসিডিয়ারি আল-ফালাহ স্টিল

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এসএস স্টিল মিলস লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান আল-ফালাহ স্টিল অ্যান্ড রোলিং মিল কর্তৃপক্ষ দেশের অবকাঠামোগত উন্নয়নে তিন গুণ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের রপগঞ্জে অবস্থিত ওই কারখানা পরিদর্শনে এসে একথা জানান এসএস স্টিল মিলসের সাবসিডিয়ারি আল-ফালাহ স্টিল মিলের পরিচালক সৈয়দ রেজারাজ।

২০২২ সালে আল-ফালাহ স্টিল মিল অধিগ্রহণ করে এসএস স্টিল মিল জানিয়ে কোস্পানিটির পরিচালক সৈয়দ রেজারাজ বলেন, বর্তমানে কারখানাটিতে বিনিয়োগ করা হয়েছে ১৮৪ কোটি ১৪ লাখ টাকা। এর লক্ষ্য ২০২৫ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা তিন গুণেরও বেশিতে নিয়ে বছরে ২ লাখ ১৬ হাজার টন এমএস রডে উন্নীত করা। এটি বাস্তবায়িত হলে দ্রুতগতিতে দেশের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে এসএস স্টিল মিলের অঙ্গপ্রতিষ্ঠান আল-ফালাহ স্টিল মিল।

জানা যায়, এসএস স্টিল লিমিটেডের সাবসিডিয়ারি আল-ফালাহ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড বাজারে ক্রমবর্ধমান মানসম্পন্ন বিলেটের চাহিদার ওপর ভর করে আগামী ২ বছরের মধ্যে তাদের উৎপাদন তিন গুণেরও বেশি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২২ সালের মার্চে তারা একরকম বন্ধ হয়ে যাওয়া আল-ফালাহ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড অধিগ্রহণ করে। তখন কম্পানিটির জমি ছিল মাত্র ৩৬০ ডেসিমেল এবং উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৬৪ হাজার ৮০০ টন।

সৈয়দ রেজারাজ আহমদ বলেন, ‘কোম্পানির উৎপাদন বাড়াতে বার্ষিক ৮৬ হাজার ৪০০ টন উৎপাদন ক্ষমতার একটি মেশিন আমরা আমদানি করেছি। মেশিনটি বসানোর জন্য ২৪০ ডেসিমেল জায়গা কিনেছি। আমরা বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়িয়েছি এবং ছয় মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ লাইন বসিয়েছি।’

তিনি জানান, ‘আল-ফালাহ স্টিলে ২৫০ জনেরও বেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। এটি এখন উচ্চমানের বিলেট তৈরি করছে এবং নিজস্ব স্বনামধন্য ব্র্যান্ড নামের মাধ্যমে পণ্য বিক্রি করছে।’

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে