ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ট্রেক হোল্ডারদের ব্যাক অফিস সফটওয়্যার নিয়ে বিএসইসির নতুন নির্দেশনা

২০২৩ অক্টোবর ০২ ১৮:২৮:২৭
ট্রেক হোল্ডারদের ব্যাক অফিস সফটওয়্যার নিয়ে বিএসইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রেক হোল্ডারদের ব্যবহার করা ব্যাক অফিস সফটওয়্যার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ট্রেক হোল্ডারদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর ব্যাক অফিস সফটওয়্যারের তথ্য পরিবর্তন করা যায়। যার ফলে ট্রেক হোল্ডাররা বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে আসছে।

সেই প্রতারণা দূর করার লক্ষ্যেই প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়েছে। আর এই নির্দেশনা পরিপালনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে সিকিউরিটিজ আইন অনুযায়ী কয়েকটি শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সোমবার (০২ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনার জারি করে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির নির্দশনায় বলা হয়েছে, শেয়ারবাজারে কর্মরত কিছু ট্রেক হোল্ডার কোম্পানি বিনিয়োগকারীদের আর্থিক ও সিকিউরিটিজ লেনদেনের লেনদেন লেজার, ট্রেডিং ডেটা, ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট ডেটা প্রস্তুতকরণ ইত্যাদি কার্যে যে ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে তাহা ব্যবহারকারী কর্তৃক একবার প্রদত্ত তথ্য পরবর্তীতে পরিবর্তন করা বা মুছিয়া ফেলা যায়, এবং বর্ণিত এই সকল সফটওয়্যার এর সামগ্রিক তথ্য ব্যবস্থাপনায় অডিটের জন্য সংরক্ষণ করা হয় না।

ট্রেক হোল্ডারদের এইরূপ কার্যকলাপের ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ হানি হইয়াছে এবং শেয়ারবাজারের শৃংখলা বিনষ্ট হইয়াছে মর্মে কমিশনের নিকট প্রতীয়মান হইয়াছে। তাই বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং শেয়ারবাজারের শৃংখলা রক্ষার্থে ট্রেক হোল্ডার কোম্পানি কর্তৃক উপরিউল্লিখিত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহকে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে এ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন পূর্বক প্যানেলভুক্ত করিবে, এবং সকল ট্রেক হোল্ডার কোম্পানি কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও যে কোন এক্সচেঞ্জের এ সংক্রান্ত গাইডলাইনস পরিপালন করত ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে উল্লিখিত প্যানেলভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করিবে।

বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, যে সকল ট্রেক হোল্ডার কোম্পানি ইতোমধ্যে নিজ কর্তৃক প্রস্তুতকৃত ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করিয়া আসিতেছে, তাহারা কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও এক্সচেঞ্জের এ সংক্রান্ত গাইডলাইন পরিপালন করিতেছে মর্মে যে কোন এক্সচেঞ্জ হইতে ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে সনদ গ্রহণ করিবে। অন্যথায় যে কোন এক্সচেঞ্জের প্যানেলভুক্ত সফটওয়্যার ভেন্ডর হইতে আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার ক্রয় ও ইন্সটল করিয়া কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও যে কোন এক্সচেঞ্জের এ সংক্রান্ত নির্দেশনা পরিপালন করতঃ ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে উক্ত ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করিবে।

বিএসইসি আরও শর্ত দিয়ে বলেন, এক্সচেঞ্জ দৈবচয়ন ভিত্তিতে স্পট পরিদর্শনের মাধ্যমে ৩১ মার্চ ২০২৪ অতিক্রান্ত হইবার পর ট্রেক হোল্ডার কোম্পানিসমূহ আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করিতেছে কিনা তাহা নিশ্চিত করিবে এবং এক্ষেত্রে কোন ট্রেক হোল্ডার কোম্পানি ব্যর্থ হইলে তাহার বিরুদ্ধে বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থার পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন ১৯৬৯ এর সেকশন ২০এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড-কে নিম্নলিখিত নির্দেশনা প্রদান করিল যাহা অবিলম্বে কার্যকর হইবে;

(1) ঢাকা স্টক এক্সচেঞ্জ (টিআরইসি হোল্ডারস মার্জিন) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ৩ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (টিআরইসি হোল্ডারস মার্জিন) রেগুলেশনস, ২০১৩ এর রেগুলেশন ৩ এর অনুযায়ী প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকিবে।

(২) সংশ্লিষ্ট এক্সচেঞ্জের মালিকানা শেয়ারের বিপরীতে প্রাপ্য ডিভিডেন্ড প্রদান স্থগিত থাকিবে।

(৩) যোগ্য বিনিয়োগকারী/যোগ্য বিনিয়োগকারী এর কোটা হিসাবে আইপিও/আরপিও/কিউআইও এর প্রাপ্য সুবিধা স্থগিত থাকিবে।

(8) নতুন শাখা অথবা ডিজিটাল বুথ খোলার সুবিধা স্থগিত থাকিবে।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে