ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

১৫০ কোটি টাকায় নতুন ওয়্যারহাউজ নির্মাণ করবে বিএটিবিসি

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৪:৪২:০৫
১৫০ কোটি টাকায় নতুন ওয়্যারহাউজ নির্মাণ করবে বিএটিবিসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকায় নতুন ওয়্যারহাউজ নির্মাণ করবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গনে নতুন এই ওয়্যারহাউজ নির্মাণ করবে। এর জন্য সম্ভাব্য ব্যয় করা হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা। এই অর্থ নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে যোগান দেওয়া হবে।

এই বিনিয়োগের ফলে কোম্পানিটির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে