ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় সহিংসতার শিকার হতে পারেন ভারতীয়রা, সতর্কতা জারি

২০২৩ সেপ্টেম্বর ২০ ২১:৩৭:৫৮
কানাডায় সহিংসতার শিকার হতে পারেন ভারতীয়রা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক : কূটনৈতিক উত্তেজনার মধ্যে এবার কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বুধবার (২০ সেপ্টেম্বর) এক্স হ্যান্ডলে বলেন, ‘কানাডার মাটিতে ভারতীয় নাগরিকরা ভারতবিরোধী তৎপরতা এবং রাজনৈতিক প্ররোচনামূলক ঘৃণার জেরে সহিংসতার শিকার হতে পারেন।’

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিতর্কিত মন্তব্যের জেরে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের জন্য ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর দিকে ট্রুডো অভিযোগের আঙুল তোলায় উত্তেজনা ছড়িয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়।

কানাডার হাউস অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। ভারত এ অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে।

ট্রুডোর ওই বিবৃতির পর কানাডার ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার মোদি সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়।

আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতের আশঙ্কা, কানাডার সঙ্গে চলমান উত্তেজনা ‘পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতবিরোধী শক্তি ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় নাগরিকদের নিশানা করতে পারে।’

চলতি মাসেই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে কানাডার কট্টরপন্থি শিখ গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) অন্টারিওসহ কয়েকটি এলাকায় জমায়েত এবং গণভোটের ডাক দিয়েছে।

ভারতে নিষিদ্ধ এবং খালিস্তানপন্থি সংগঠনটি এর আগে কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভও দেখিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডায় ‘উত্তেজনাপূর্ণ’ এলাকাগুলো এড়িয়ে চলতে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে। কানাডায় থাকা ভারতীয় শিক্ষার্থীদের অবিলম্বে অটোয়ার ভারতীয় হাইকমিশন এবং টরন্টো ও ভ্যাঙ্কুভারের কনস্যুলেট জেনারেলের দপ্তরে নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।

শেয়ারনিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে