ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিমার উজ্জ্বল আলোও অন্ধকার ঘুচাতে পারেনি শেয়ারবাজারের

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৫:৪৭:৩৪
বিমার উজ্জ্বল আলোও অন্ধকার ঘুচাতে পারেনি শেয়ারবাজারের

নিজস্ব প্রতিবেদক : আগের দিন বুধবার বিমার আলোতে শেয়ারবাজার কিছুটা ঝলমল করে উঠেছিল। কিন্তু একদিন পর আজ বিমার উজ্জ্বল আভাও শেয়ারবাজারের অন্ধকার ঘুচাতে পারেনি।

আজ বিমা খাতের শেয়ার উত্থানের ঝলক অব্যাহত থাকলেও অন্যান্য সব খাতেই ছিল পতনের প্রতিযোগিতা। কোনো খাতই এদিন শক্ত করে দাঁড়াতে পারেনি। বিমা খাতের শেয়ারে বিনিয়োগকারীদের দৌড়াদৌড়িতে অন্যান্য খাতে সেল প্রেসার ঝেঁকে বসেছিল।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে যতগুলো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে, তার মধ্যে বিমা খাতের অবদান ছিল ৬৫ শতাংশ। বিমা খাতের অবদানের কারণে আজ আলো না ছড়াতে না পারলেও বড় পতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার। বিমার আধিপত্যে আজ টাকার পরিমাণে লেনদেনও হয়েছে সাতশত কোটি টাকার কাছাকাছি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ২.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২.০৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.৮৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬০.৫৭ পয়েন্টে ও দুইহাজার ১৩৪.৫৬ পয়েন্টে।

ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১৮টির বা ১৮.১৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯৭টির বা ৩০.৪০ শতাংশের এবং ১৬৪টির বা ৫১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৬৯৭ কোটি ০৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি । আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৭.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৪.২৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪.৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৫.৪৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৭৬ পয়েন্ট ও সিএসআই ১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৫.০২ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮.২৯ পয়েন্টে, একহাজার ৩০৪.৬২ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৭৪ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪৮টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১১ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে