ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সাধারণে উচ্ছাস থাকলেও জীবন বিমায় পিছুটান

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৭:৪৬:৫০
সাধারণে উচ্ছাস থাকলেও জীবন বিমায় পিছুটান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজরে তালিকাভুক্ত বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৫২টি সাধারণ বিমা কোম্পানি। বাকি ১৫টি জীবন বিমা কোম্পানি। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সাধারণ বিমা কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধিতে ছিল উচ্ছাস। কিন্তু এ ক্ষেত্রে পিছুটান ছিল জীবন বিমা কোম্পানিগুলোর। শেয়ারবাজার বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ সাধারণ বিমা কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৬টি বা ৮৫.৭১ শতাংশের। শেয়ারদর কমেছে ৪টি বা ৯.৫২ শতাংশ কোম্পানির। অন্যদিকে শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ২টি বা ৪.৭৬ শতাংশ কোম্পানির।

আজ সাধারণ বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ২২৩ কোটি ২০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩৫.৬৬ শতাংশ। এতে করে আজ সাধারণ বিমা কোম্পানিগুলো ডিএসইর লেনদেনে নেতৃত্ব দিচ্ছে। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার।

অন্যদিকে, জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২টি বা ১৩.৩৩ শতাংশের। শেয়ারদর কমেছে ৮টি বা ৫৩.৩৩ শতাংশ কোম্পানির। অন্যদিকে শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৫টি বা ৩৩.৩৩ শতাংশ কোম্পানির।

আজ জীবন বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৭.২৩ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার।

আজ শুধু সমস্ত বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৪৩ লাখ টাকার। যা ৪২.৮৯ শতাংশ।

শেয়ারনিউজ, ১৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে