ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড

২০২৩ আগস্ট ৩০ ০৬:১৬:৪২
বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রিমিয়ার লিজিং: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে আজ বিকাল আড়াইটায়। সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে।

একই সভায় থেকে কোম্পানিটির চলতি ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুমোদন করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে লোকসানের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়ায় ২ টাকা ১২ পয়সায়। আগের অর্থবছর শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৩ পয়সা। আগের দুই অর্থবছরেও কোম্পানিটি লোকসানের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

ইস্টার্ন হাউজিং: কোম্পানিটির সভা আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা।

২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।

গত বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭৪ টাকা ৭১ পয়সায়, আগের অর্থবছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সা। ২০২০-২১ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে