ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে আবারো ব্যর্থ উত্তর কোরিয়া

২০২৩ আগস্ট ২৪ ১৭:৪৮:২১
স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে আবারো ব্যর্থ উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে স্পাই স্যাটেলাইট স্থাপনে উত্তর কোরিয়ার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হয়েছে। তিন মাস আগে এই স্যাটেলাইটের প্রথম উৎক্ষেপণটি সমুদ্রে বিধ্বস্ত হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের প্রচেষ্টাটি তৃতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মহাকাশে স্পাই স্যাটেলাইট স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। এরপর তারা আগ্রহী হয়ে মহাকাশে স্যাটেলাইট প্রেক্ষিপ্ত করার উদ্দেশ্যে কাজ করছিলেন। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মতো মহাশক্তি দেশের রূপান্তরণ এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অংশে এই প্রচেষ্টা সঞ্চালন করেছে। তারা মহাকাশে নিজস্ব স্যাটেলাইট প্রেক্ষিপ্ত করার উদ্দেশ্যে উপরে উঠতে পারলে মহাকাশ গবেষণা, সৃজনশীলতা, নিরাপত্তা এবং প্রযুক্তির ক্ষেত্রে তাদের স্বয়ংসাধিত স্থান গড়ে তোলতে এই প্রয়াস চালিয়ে আসতে চেষ্টা করেছিলেন।

পিয়ংইয়ংয়ের মহাকাশ সংস্থা বলেছে, অক্টোবরে আবারও তারা এই চেষ্টা চালাবে। দক্ষিণ কোরিয়া বলেছে, স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটের দিকে রকেটের উৎক্ষেপণ শনাক্ত করে তারা। এটি চীনের মূল ভূখণ্ড এবং কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী হলুদ সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে গেছে।

উৎক্ষেপণের কয়েক মিনিট পর জাপানের দক্ষিণতম ওকিনাওয়া প্রিফেকচারে জারি করা হয় জরুরি সতর্কতা। বাসিন্দাদের বাড়ির ভেতর থাকার আহ্বান জানায় কর্তৃপক্ষ। প্রায় ২০ মিনিট পর তুলে নেওয়া হয় সতর্কতা। উৎক্ষেপণের নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘এ ধরনের আচরণ জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে যায়। আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি।’ সূত্র: রয়টার্স

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে