ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ফের হতাশার বৃত্তে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!

২০২৩ আগস্ট ২৩ ১৫:০৮:২২
ফের হতাশার বৃত্তে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!

নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহের বুধবার পর্যন্ত তিন দিন শেয়াবাজারে বড় পতন হয়েছে। ওই তিন দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ৮৬ পয়েন্ট। এরপর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাজারে বড় উত্থান দেখা যায়। চলতি সপ্তাহের প্রথম দুই দিনও উত্থান প্রবণতা অব্যাহত থাকে। এই তিন দিনে সূচক বেড়েছিল ৭১ পয়েন্ট।

কিন্তু গতকাল মঙ্গলবার থেকে বাজার ফের পতনের ধারায় ফিরে আসে। আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (২৩ আগস্ট) পতন প্রবণতায় উভয় বাজারে লেনদেন শেষ হয়েছে। বাাজার সংশ্লিষ্টরা বলছেন, গত তিন দিনের বাজার দেখে বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু তাদের সেই আশা ফের হতাশায় রুপ নিচ্ছে। কারণ সূচক সংশোধন হলেও লেনদেন কমাতেই তাদের মধ্যে এই হতাশা।

এদিকে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট মেনেজম্যান্ট কোম্পানি এবং ডিলার ও ব্রোকাররা বাজার ইতিবাচক রাখার লক্ষ্যে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা এখনো তেমন সক্রিয় হয়নি। যে কারণে সূচক ও লেনদেনে তেমন গতি দেখা যাচ্ছে না।

আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। যে পরিমাণ কোম্পানির দর বেড়েছে, তারচেয়ে চার গুন কোম্পানির দর কমেছে। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৫.৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩.২৯ পয়েন্টে ও দুই হাজার ১৩০.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টির বা ৯.৫৮ শতাংশের, দর কমেছে ১২৭টির বা ৩৮.০৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির বা ৫২.৪০ শতাংশের দর।

এদিন ডিএসইতে ৪৩৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৯ কোটি ৪০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ১৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৫.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬১.৩৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.৯৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.০১ পয়েন্ট এবং সিএসআই ০.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৬.৫৪ পয়েন্টে, এক হাজার ৩০৫.৫৫ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৭৯ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৩.০৬ পয়েন্টে।

সিএসইতে আজ ১৮২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৭১টির আর দর অপরিবর্তিত রয়েছে ৮১টি। সিএসইতে আজ ২৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে