ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো তিন কোম্পানি

২০২৩ আগস্ট ২০ ১৫:৫৯:০৩
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিংয়ের কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা শুরু করেছে। ইতোমধ্যে তিনটি কোম্পানি বোর্ড সভার তারিখও জানিয়েছে। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইবনে সিনা ফার্মাসিটিক্যালস, আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

কোম্পানি তিনটির মধ্যে ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের আগামী ২৮ আগস্ট বিকেল ৩ টায়, আমরা নেটওয়ার্কের বোর্ড সভা আগামী ২১ আগস্ট বিকেল ৩টা ৩০মিনিটে এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের বোর্ড সভা ২৮ আগস্ট বিকেল ২টা ৩০ মিনিটে অুনষ্ঠিত হবে।

কোম্পানি তিনটির মধ্যে ইবনে সিনা ফার্মাসিটিক্যারস গত বছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আমরা নেটওয়ার্ক গত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

অন্যদিকে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ২০২২ সালের জন্য ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে