ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রেসিডেন্ট কিমের

২০২৩ আগস্ট ১০ ০৬:২৪:৫৫
যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রেসিডেন্ট কিমের

নিজস্ব প্রতিবিদেক : উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং সামরিক মহড়া সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১০ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে এসব তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বুধবার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম সেন্ট্রাল মিলিটারি কমিশনের সপ্তম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করেছেন কিম। তবে তাকে কেন বরখাস্ক করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি কেসিএনএ।

প্রেসিডেন্ট কিম পাক সু ইলের স্থলে নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে রি ইয়ং গিলকে নিয়োগ দিয়েছেন। রি ইয়ং গিল বর্তমানে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন। তবে নতুন পদ পাওয়ার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা, তা স্পষ্ট নয়।

এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সশরীরে পরিদর্শন করে মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেন কিম জং উন। এই সময় সুপার লার্জ-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার এবং ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চারের জন্য শেল তৈরির কারখানাও পরিদর্শন করেন তিনি।

প্রেসিডেন্ট কিম অস্ত্র কারখানা পরিদর্শন থেকে ফিরে এসেই চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করলেন।

শেয়ারনিউজ, ১০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে