ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পদত্যাগের ঘোষণা দিলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

২০২৩ আগস্ট ১৫ ০৬:১৭:০৯
পদত্যাগের ঘোষণা দিলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইউরোপ মহাদেশের লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিন্স পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণ দেন।

সংবাদ সম্মেলনে ক্রিজানিস কারিন্স বলেন, আগামী বৃহস্পতিবার আমি এবং আমার মন্ত্রিসভার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিব।

এর আগে ২০২২ সালের অক্টোবরের সাধারণ নির্বাচনে কারিন্সের মধ্য-ডানপন্থি নিউ ইউনিটি পার্টি জয়লাভ করে। ১০০ আসনের পার্লামেন্টে তার দল ২৬টি আসন পায়।

এরপর জোট গঠনের মাধ্যমে সরকারে আসেন কারিন্স। তবে আগামী মে মাসের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় জোট শরিকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এমনকি গত শুক্রবার বিরোধী দলের সঙ্গে জোট গঠনের কথাও জানান কারিন্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কারিন্স লেখেন, তার জোটের শরিক দলগুলো দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড বাধা দিয়েছে। এ জন্য তিনি ও তার মন্ত্রিসভা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর চাপ বাড়াতে প্রতিবেশী লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মতো লাটভিয়াও বেশ সোচ্চার।

শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে