ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
Sharenews24

লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন

২০২৬ জানুয়ারি ৩০ ২২:৫৩:৩৮
লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠান যখন লোকসানের মুখে, তখন সরকারি মালিকানাধীন ৭টি কোম্পানি অসাধ্য সাধন করেছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এই প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ১ হাজার ৫৪৪ কোটি টাকা মুনাফা করেছে। গত অর্থবছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৪৬ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই সাত প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে প্রায় ৪৭.৫৭ শতাংশ।

সবচেয়ে বেশি চমক দেখিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা ২৩৬ শতাংশ বেড়ে ৪৭৬ কোটি ৬৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। আয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের ফলে দীর্ঘ তিন বছরের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখল বিদ্যুৎ সঞ্চালনকারী এই প্রতিষ্ঠানটি। তবে বৈদেশিক ঋণের ওপর মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা কোম্পানিটির জন্য এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানের মধ্যে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম মুনাফায় প্রবৃদ্ধি ধরে রাখলেও পিছিয়ে পড়েছে যমুনা অয়েল। সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া চারটি ব্যাংকে থাকা যমুনা অয়েলের আমানতের বিপরীতে সুদ যুক্ত না হওয়ায় কোম্পানিটির মুনাফা ১৮ শতাংশ কমেছে।

অন্যদিকে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির মুনাফা ৫৯ শতাংশ বেড়ে ১৪৬ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে। মূলত আইপিএলসি ব্যান্ডউইথ ও আইপি ট্রানজিট সেবার চাহিদা বাড়ায় তাদের এই আয় বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকো গত বছরের লোকসান কাটিয়ে ৯০ কোটি ৪৯ লাখ টাকা মুনাফা করেছে। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। এদিকে তিতাস গ্যাস এখনো লোকসানে থাকলেও তা আগের তুলনায় বেশ কমে এসেছে। গত বছর ৭১১ কোটি টাকা লোকসান দিলেও এ বছর তা ৩৯০ কোটি ৩২ লাখ টাকায় নেমে এসেছে।

তবে সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি এখনো সংকটে রয়েছে। শেয়ারবাজারের অস্থিতিশীলতা এবং সুদের উচ্চ হারের কারণে প্রতিষ্ঠানটি ৩১১ কোটি টাকা লোকসান গুনেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত দুই চিনি কল—জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলসের লোকসান আরও বেড়েছে। ইস্টার্ন কেবলস ও ন্যাশনাল টিউবসের মতো এক সময়ের লাভজনক প্রতিষ্ঠানগুলোও চলতি অর্থবছরে লোকসানের খাতায় নাম লিখিয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে