ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

২০২৬ জানুয়ারি ৩০ ১৫:৩২:০৫
‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি আমেজে নতুন মাত্রা যোগ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বড় কোনো রাজনৈতিক ইশতেহার নয়, বরং ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়ে তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে। বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে তাঁর এই বিচিত্র আবদার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

গণসংযোগের সময় তরুণ ভোটারদের ভিড়ে ঘেরা আশা মণি জানান, অনেক তরুণ তাঁর কাছে বিয়ের ব্যবস্থা করার অনুরোধ করেছেন। এর প্রেক্ষিতে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজয়ী হলে তিনি তরুণদের বিয়ের পথ সুগম করে দেবেন। শুধু তরুণ নয়, দাদা-দাদি থেকে শুরু করে সব বয়সের মানুষের কাছেই তাঁর বিশেষ অনুরোধ—সবাই যেন তাঁকে বিয়ের উপহার হিসেবে একটি করে ভোট দেন।

আশা মণির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছে। নেটিজেনরা মজার মজার মন্তব্য করছেন, যেখানে একজন লিখেছেন—অন্যরা বেহেশত বা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিলেও আশা মণি জীবনসঙ্গী দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এর আগেও তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে সেবার ভোটের সংখ্যা ছিল একেবারেই সামান্য।

হালকা রসিকতা বা ভোটের হিসাব যাই হোক, স্থানীয়রা তাঁকে নারী ক্ষমতায়নের এক সাহসী প্রতীক হিসেবে দেখছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ১০ জন প্রার্থী লড়ছেন। পুরো জেলার তিনটি আসনে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুজন, যার মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন এই আলোচিত আশা মণি।

নির্বাচনী এই ডামাডোলের মধ্যে প্রার্থীদের এমন বিচিত্র প্রচারণা ভোটারদের বিনোদনের পাশাপাশি বর্তমান অর্থবছরের গণতান্ত্রিক চর্চায় বৈচিত্র্য নিয়ে আসছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে সাধারণ মানুষের মধ্যে খরচ করার প্রবণতা বাড়ে, যা বাজারে ক্যাশ লেনদেন সচল রাখে। দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতেও এমন উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের ইতিবাচক প্রভাব পড়ার আশা করছেন বাজার বিশ্লেষকরা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে