ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত–জোট নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম

২০২৬ জানুয়ারি ৩০ ১৫:২০:৫৯
জামায়াত–জোট নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভিযোগ করেছেন, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, যা কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত সাড়ে ১৪ মিনিটের ওই সাক্ষাৎকারে মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কার প্রক্রিয়া, নতুন ও পুরোনো রাজনৈতিক কাঠামো এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নির্বাচনে অংশ না নেওয়া বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে গঠিত জোটটি কোনো সুস্পষ্ট রাজনৈতিক বোঝাপড়া ছাড়াই তৈরি হয়েছে। তার মতে, এখনো নির্বাচনে অংশ নেওয়ার জন্য এটি তার উপযুক্ত সময় নয়।

জামায়াতে ইসলামীকে তিনি আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ বা পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে উল্লেখ করেন। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে—এই বাস্তবতা থেকেই তিনি নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় রাজনৈতিক বিকল্প’ গড়ে তোলার চেষ্টা ছিল। তবে এনসিপি যখন পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়, তখন সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়।

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, যাদের সঙ্গে জোট করা হয়েছে তারা পুরোনো কাঠামোর অংশ। এমন জোট আদর্শিক ও রাষ্ট্র পরিচালনার নীতিগত প্রশ্নে অস্পষ্টতা তৈরি করে, যার সন্তোষজনক উত্তর নেই। তার মতে, নতুন প্রজন্মের চিন্তাভাবনার সঙ্গে জামায়াতের আদর্শিক সমন্বয় সম্ভব নয়।

ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেন, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি কিংবা জামায়াত—সমাজের ভেতরের ক্ষত নিরাময় করতে না পারলে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলেন, কাগজে–কলমে সংস্কার যথেষ্ট নয়; ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা না হলে মব সহিংসতা ও বিশৃঙ্খলা চলতেই থাকবে।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, গণমাধ্যমকে তাদের অতীত ভূমিকার জন্য আত্মসমালোচনা করতে হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। বর্তমানে সাধারণ মানুষ গণমাধ্যমের ওপর আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম বলেন, সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকটের সমাধান না হলে দেশে আইনের শাসনের পরিবর্তে গণপিটুনি ও মব সহিংসতার প্রবণতা অব্যাহত থাকবে। তার মতে, প্রকৃত সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়া পর্যন্ত তরুণ সমাজ ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই সংগ্রাম চলতেই থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে