ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
Sharenews24

দৃশ্যমানেই অপহরণ, কিন্তু রাতের মধ্যে ঘটল অবিশ্বাস্য উদ্ধার

২০২৬ জানুয়ারি ৩০ ১১:৪৫:০০
দৃশ্যমানেই অপহরণ, কিন্তু রাতের মধ্যে ঘটল অবিশ্বাস্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে অপহৃত তিন বছরের শিশুটি গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে শিশুটি সুস্থ অবস্থায় পুলিশকে হস্তান্তর করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেটের বাইরে এক রিকশাচালক শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মুগদা থানায় অপহরণের মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, শিশুটির বাবা সুইজারল্যান্ডে বসবাস করেন। এক বছর আগে মা ও শিশু দেশে ফিরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন।

মুগদা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, শিশুটির মা চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতাল যান। হাসপাতালের সামনে শিশুটি অটোরিকশায় বসিয়ে পাশের দোকান থেকে পানি কিনতে গেলে রিকশাচালক শিশুটিকে নিয়ে দ্রুত চলে যায়।

শিশুটির মা ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, “আমি পানি কিনতে কিছুদূর যাই। রিকশাচালক বলেছিল, ‘বাচ্চা নামতে চাচ্ছে না, আপনি বিল দিয়ে আসুন।’ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই রিকশা আর বাচ্চা উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আশপাশের সবাইকে জিজ্ঞেস করেও কোনো খোঁজ পাইনি।”

পরে পুলিশ প্রযুক্তি সহায়তা ও তদন্তের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করে এবং গাইবান্ধা থেকে তাকে উদ্ধার করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে