ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
Sharenews24

আজ দেশের বাজারে স্বর্ণ-রুপার সর্বশেষ দাম

২০২৬ জানুয়ারি ৩০ ১০:০৬:০৮
আজ দেশের বাজারে স্বর্ণ-রুপার সর্বশেষ দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ সমন্বয় অনুযায়ী, আজ শুক্রবার (৩০ জানুয়ারি) স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ২৯ জানুয়ারি সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরিতে স্বর্ণের দাম এক লাফে বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ জানুয়ারি থেকে প্রতি ভরিতে রুপার দাম বাড়ানো হয়েছে ৮১৬ টাকা।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৮ হাজার ৫৭৩ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

রুপার ক্ষেত্রেও চলতি বছর এখন পর্যন্ত ১২ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে