ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বসুন্ধরা গ্রুপের ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

২০২৫ এপ্রিল ৩০ ২২:০৫:৩৩
বসুন্ধরা গ্রুপের ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭০টি ব্যাংক হিসাব এবং ২২টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব হিসাবে জমাকৃত প্রায় ২০ কোটি টাকা ও ১০,৫৩৮ মার্কিন ডলার এবং কোম্পানিগুলোর প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকার শেয়ার এই আদেশের আওতায় পড়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেন।

অবরুদ্ধ ব্যাংক হিসাব ও শেয়ারের মালিকদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তার চার পুত্র—সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান—এবং দুই পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।

দুদক তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে।

তদন্তে দেখা গেছে, এই ৭০টি ব্যাংক হিসাবে একসময় জমা ছিল প্রায় ২ হাজার ৭৫ কোটি টাকা ও ১.৯২ লাখ মার্কিন ডলার, যেগুলো পরবর্তীতে উত্তোলন করা হয়। বর্তমানে স্থিতি থাকা অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা স্লোভাকিয়া ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশে বিনা অনুমতিতে বিপুল অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব গ্রহণ ও সম্পদ ক্রয় করেছেন, যা বাংলাদেশের আইন লঙ্ঘন করে। তারা সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরে একাধিক কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে হাবিব ব্যাংকে অর্থ জমা এবং সাইপ্রাসে বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে।

দুদক দাবি করেছে, এসব অর্থ বাংলাদেশ থেকে পূর্বানুমতি ছাড়া পাচার করা হয়েছে এবং বৈদেশিক সম্পদের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে গোপন রাখা হয়েছে। অবৈধ উপায়ে উপার্জিত অর্থকে বৈধ দেখাতে তারা ‘লেয়ারিং’ কৌশলের মাধ্যমে বিদেশে সম্পদ ক্রয় করেছেন।

আলীম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে