ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

যুবদল পরিচয়ে চাঁদাবাজি করলে যে নম্বরে যোগাযোগ করবেন

২০২৫ মার্চ ২০ ১৩:০৪:১৮
যুবদল পরিচয়ে চাঁদাবাজি করলে যে নম্বরে যোগাযোগ করবেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা অবৈধ দখল বাণিজ্য করলে জনগণকে তাৎক্ষণিকভাবে জানাতে আহ্বান জানিয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে কিছু দুষ্কৃতকারী জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে। এসব দুষ্কৃতকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে যুবদলের পরিচয় ব্যবহার করে, যার ফলে যুবদলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। যুবদল এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের দল থেকে বহিষ্কারসহ আইনি শাস্তি প্রদান করবে।

এদিকে, যুবদল সব সাংবাদিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে, এ ধরনের অপরাধীকে শনাক্ত করে সংবাদ প্রকাশ করুন। এছাড়াও, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

যেকোনো ঘটনা বা অভিযোগের জন্য জনসাধারণ ও ভুক্তভোগীরা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারবেন:

নুরুল ইসলাম সোহেল (০১৮১৯২৯৫১০৬)

মিনহাজুল ইসলাম ভূইয়া (০১৭১২০৬১১৯৮)

এছাড়াও, জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যেন তারা যুবদলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপরাধে জড়িত কাউকে দেখলেই তাৎক্ষণিকভাবে পুলিশ এবং যুবদলের কর্মকর্তাদের জানায়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে