ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ইবনে সিনা হাসপাতালে হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

২০২৫ মার্চ ২০ ১০:২২:৫৭
ইবনে সিনা হাসপাতালে হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর সুবহানীঘাটে অবস্থিত হাসপাতালটির ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের সুবহানীঘাট পয়েন্ট থেকে ধোপাদিঘীর পাড়গামী সড়কে ইবনে সিনা হাসপাতালের দুটি ভবন সংযোগকারী ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা যায়। বেশ কয়েক মিনিট ধরে এ লেখাটি চলমান থাকলে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তা লক্ষ্য করেন।

এ সময় অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে গেলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে কর্তৃপক্ষ বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

সিলেট ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ারের ম্যানেজার খন্দকার ইকবাল বলেন, এটা কীভাবে ঘটেছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি প্রকৌশলী না, টেকনিক্যাল কেউ না আমি। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে