ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

ইলিয়াসের অভিযোগের জবাব দিলেন উপদেষ্টা আসিফ

২০২৫ মার্চ ১৯ ১৭:৩৫:৩৩
ইলিয়াসের অভিযোগের জবাব দিলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক ইলিয়াস আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তাঁর নেতৃত্বে একটি প্রকল্পে শতকোটি টাকা অপব্যবহার হচ্ছে। তিনি দাবি করেছেন, ঢাকার ১২৯টি ওয়ার্ডের প্রশাসকদের ইন্টারভিউ নেওয়ার পেছনে দুর্নীতি ও লেনদেন চলছে, যেখানে ৫০ লাখ টাকা দাবি করা হচ্ছে। এতে ক্ষমতার অপব্যবহার ও সমাজে বৈষম্য সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার বিকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।

তিনি বলেন, জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রশাসক নিয়োগের এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে