ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ নিয়ে বিদ্যুৎ উপদেষ্টার বার্তা

২০২৫ মার্চ ০৮ ১৭:৩৮:১১
গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ নিয়ে বিদ্যুৎ উপদেষ্টার বার্তা

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের পরিমাণ মূলত তাপমাত্রার ওপর নির্ভর করবে। তিনি বলেন, গরমের দিনে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রীর মধ্যে রাখতে হবে, যার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে এবং লোডশেডিং কমানো যেতে পারে।

তিনি শনিবার (৮ মার্চ) চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদ এলাকার আবিদার পাড়া পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি আরও জানান, বর্ষার মধ্যে নগরীতে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব হবে না। এর জন্য আরও সময় প্রয়োজন। এ সময় তিনি জনগণকে প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ জায়গায় না ফেলার আহ্বান জানান, যাতে ড্রেনেজ এবং খাল-নালার সিস্টেম বাধাগ্রস্ত না হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর খাল ও নালাগুলো পরিষ্কার করার সময় যদি কোনও বিল্ডিং বা স্থাপনা বাধা হয়ে থাকে, তবে সেগুলো ভেঙে ফেলা হবে। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজের অগ্রাধিকার দেওয়া হবে এবং নগরবাসীকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

এ পুরো পরিস্থিতি বিশেষভাবে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার ভবিষ্যত নিয়ে চিন্তা-ভাবনা উত্থাপন করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে