ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

বিএনপি,জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা এক টেবিলে

২০২৫ মার্চ ০৭ ২৩:৫৫:৫৪
বিএনপি,জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা এক টেবিলে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর এক টেবিলে বসেছেন বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।

শুক্রবার (০৭ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে একটি ইফতার মাহফিলে একত্রিত হন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থানী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ডা. মঈন খান এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম।

ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মন্তব্য করেন, দেশ আর দীর্ঘদিন নির্বাচনহীন থাকতে পারে না। তিনি বলেন, "প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।"

তিনি আরও বলেন, "বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, যার ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না, তাই সংস্কার অপরিহার্য।" বর্তমান সংবিধানকে তিনি সমস্যাজনকও মন্তব্য করেছেন।

রেজাউল করিমের মতে, যদি জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়, তবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।

ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ভারত, পাকিস্তান, চীনসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকও অনুষ্ঠানে অংশ নেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে