ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার ৯০ লাখ টাকার উৎস জানালেন ছাত্রশিবির

২০২৫ মার্চ ০৭ ২০:০৮:০৯
এবার ৯০ লাখ টাকার উৎস জানালেন ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৯০ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ( ছাত্রদল) সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছাত্রদলের মন্তব্যের পর, এবার শিবিরের টাকার উৎস সম্পর্কে জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিবির সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম।

রিয়াজুল ইসলাম বলেন, "আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্রকল্যাণ ফান্ডে দান করে, আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়।" এছাড়া তিনি বলেন, "আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়। আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা চিন্তা-ভাবনা না করেই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরাও বিপদের দিনে আমাদের টাকা দেয় এবং আশ্রয় দেয়।"

তিনি আরও জানান, ছাত্রশিবিরের আয়ের উৎসের বিষয়ে সংগঠনের সংবিধান (ধারা-৩৬) সুস্পষ্টভাবে বলা রয়েছে, অর্থ-ব্যবস্থা/বায়তুলমাল: সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুলমাল থাকবে এবং এর আয়ের উৎস হবে কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠনের প্রকাশনীর মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্যান্য খাত থেকে প্রাপ্ত অর্থ।

শিবির সেক্রেটারি প্রশ্ন তুলে বলেন, "যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করবো বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দলের টাকা কোথা থেকে আসে?"

এছাড়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে, ছাত্রশিবির প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে প্রায় তিন লাখ টাকা খরচ করছে। তিনি প্রশ্ন তুলেছেন, "এত টাকা তারা কোথা থেকে উপার্জন করছে?"

এই মন্তব্যের পর শিবিরের টাকার উৎস সম্পর্কে আরও আলোচনা শুরু হয়, যা রাজনৈতিক দলের আয়ের উৎস নিয়ে একটি বিতর্ক তৈরি করেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে