ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

ঢাবির সাবেক ভিসির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য

২০২৫ মার্চ ০৭ ১৪:০৭:৪৩
ঢাবির সাবেক ভিসির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বর্তমানে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। নিউরোসার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অধ্যাপক আরেফিনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য শেয়ার করেছেন তিনি।

ডা. নজরুল ইসলাম জানান, অধ্যাপক আরেফিনের ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে এবং তার রক্তের প্লাটিলেট কাউন্ট ১ লাখের বেশি। এছাড়া ইউরিন আউটপুটও ঠিক আছে এবং হার্টের অবস্থা ভালো। তবে, তার ব্রেনের ফাংশন কিছুটা অবনতি হয়েছে। তিনি বলেন, "চোখের মণি ডায়ালেটেড হচ্ছে না এবং ব্রেনস্টেম রিফ্লেক্স অনুপস্থিত, যা অপারেশনের জন্য একটি বাধা।"

বৃহস্পতিবার দুপুরে দাঁড়িয়ে কথা বলার সময় পড়ে গিয়ে তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরে নিউরো আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার পরিবার সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে