ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

ব্রিটেন-ভারত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্করের মন্তব্য

২০২৫ মার্চ ০৭ ১১:২৭:৩৩
ব্রিটেন-ভারত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্করের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে জয়শঙ্করের এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, বৈঠকে ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং কমনওয়েলথসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোর ওপর আলোচনা করা হয়েছে।

জয়শঙ্কর আরও জানান, “একটি অনিশ্চিত ও অস্থিতিশীল বিশ্বে ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে।”

তিনি বলেন, “আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতা এবং দুই দেশের জনগণের বিনিময়ের ওপর আলোকপাত করেছি, যাতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়া যায়।”

এই বৈঠকটি গত ৫ মার্চ যুক্তরাজ্যের সেভেনকসের চেভেনিং হাউজে অনুষ্ঠিত হয়, যা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন।

এক্সের পোস্টে জয়শঙ্কর এও জানান যে, গত বছর আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিষয়েও আলোচনা হয়েছে। যদিও, জয়শঙ্কর এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এছাড়া, বাংলাদেশে দুর্নীতি তদন্তে নাম আসায় যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বেড়ে যায়। গত জানুয়ারিতে তিনি অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

তবে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কি বিষয়ে আলোচনা করেছেন তা এখনও স্পষ্ট নয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে