ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

জানা গেল কবে মিলবে ঈদের অগ্রিম টিকিট

২০২৫ মার্চ ০৬ ২১:৩৯:৩১
জানা গেল কবে মিলবে ঈদের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারের ঈদযাত্রায় কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, সব অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি করা হবে। টিকিট বিক্রি চলবে টানা ৭ দিন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়া ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং যাত্রী চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনের রুট চূড়ান্ত করা হবে।

এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর আগে, ৪ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ৩৬টি কোচ যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে, যেগুলো পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে