ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

হিজাব বিতর্ক নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত

২০২৫ মার্চ ০৬ ২১:৩৮:১৯
হিজাব বিতর্ক নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব বা নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের শনাক্ত করতে নতুন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নারী শিক্ষিকা, কর্মকর্তা বা কর্মচারীদের মাধ্যমে এসব শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা হবে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, হিজাব বা নিকাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজন হলে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। এছাড়া, ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাবনা যাচাই করা হবে।

এ বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে