ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জানা গেলো ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান

২০২৫ মার্চ ০৫ ২০:১৭:০৮
জানা গেলো ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আলোচনায় ছিলেন, তার সর্বশেষ ট্র্যাক লোকেশন ছিল ঢাকা শহরের মোহাম্মদপুর।

এ সময় দেশে কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গিয়েছিলেন। এর মধ্যে, ওবায়দুল কাদেরের বিষয়েও গুঞ্জন উঠেছিল যে, তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তবে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ভাইরাল হয়েছে, যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

ভাইরাল হওয়া কল লিস্ট অনুযায়ী, ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে ওবায়দুল কাদেরের ফোন ট্র্যাক লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুর। সেখানকার স্যার সৈয়দ রোড ৪৭(২/৬) স্থানে তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।

তালিকায় দেখা যায় যে, ওবায়দুল কাদের তার ফোনে খুব কম সময় কথা বলতেন এবং মূলত তার দলীয় কার্যালয় ও বাসা ছাড়া অন্য কোথাও তার কল লোকেশন পাওয়া যায়নি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে