ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

সপ্তাহের প্রথম দিনই হতাশায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৫:০৮:৪৫
সপ্তাহের প্রথম দিনই হতাশায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: জানুয়ারির শেষ সপ্তাহে টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। ওই সপ্তাহজুড়েই বিনিয়োগকারীরা আতঙ্কের মধ্যে ছিল।

এরপর বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। বিদায়ী সপ্তাহের পাঁচ কর্মদিবসই ইতিবাচক প্রবণতায় ছিল বাজার। যদিও কোন কোন দিন সূচকের উত্থান ছিল নামেমাত্র। বিদায়ী সপ্তাহে ডিএসইর সূচকে যোগ হয়েছে ৫৮ পয়েন্ট। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন দেখা যায়। বেলা ২টায় পর্যন্ত ইতিবাচক প্রবণতা অব্যাহতও ছিল। কিন্তু ১২টার পর বাজার ধীরে ধীরে নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এরপর লেনদেনের বাকি সময়ে সূচক কয়েকবার ওপরে ওঠার চেষ্টা করলেও সফল হয়নি। দিনশেষে ডিএসইর সূচক সোয়া ১৩ পয়েন্টের বেশি কমে লেনদেন শেষ হয়।

তবে আজ সূচক যতটা কমেছে, বিনিয়োগকারীদের মধ্যে পতনের প্রভাব তার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সূচক যতটা নিম্নগামী হয়েছে, বিনিয়োগকারীদের ওপর পতনের ঝাপটা তার চেয়ে অনেক বেশি ছিল।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৭৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৫৫ কোটি ৫৪ লাখ টাকার বা ১৩ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২টির বা ২৩.২৯ শতাংশের, কমেছে ২৪০টির বা ৬০.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩টির বা ১৫.৯৪ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ টাকার ।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ৮৮টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৭০ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর