ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
Sharenews24

বিচারকের খাস কামরার কাছে সাবেক খাদ্যমন্ত্রীর ছেলে, আদালতে হুলুস্থুল

২০২৪ নভেম্বর ১৯ ১৭:৪৫:৪১
বিচারকের খাস কামরার কাছে সাবেক খাদ্যমন্ত্রীর ছেলে, আদালতে হুলুস্থুল

নিজস্ব প্রতিবেদক : নিয়মের তোয়াক্কা না করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ছেলে ডা. তানজির ইসলাম অদিতের বিচারকের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার সামনে চলে যাওয়াকে কেন্দ্র করে হুলুস্থুল অবস্থা তৈরি হয়েছে ঢাকার আদালত পাড়ায়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে এ ঘটনায় হয়।

একদল আইনজীবী তানজির ইসলামকে সহযোগীতার অভিযোগ তুলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ্ মো. মামুনের কক্ষ ভাংচুর করেন।

রাজধানীর নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মঙ্গলবার আদালতে আনা হয় সদ্য গ্রেপ্তার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ তার ১০দিনের রিমান্ড আবেদন করেন। মরনঅভিযোগ উপস্থাপনের পর কামরুল ইসলাম হত্যায় সম্পৃক্ত নন বলে দাবি করেন তার জামিন চান আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন, ‘সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ওয়াদুদ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কাজেই তাঁর সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক।’

এসময় আদালত কামরুল ইসলামকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। তখন কামরুল ইসলাম বলেন, ‘যে মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি সেই এলাকার সংসদ সদস্য কিংবা বাসিন্দা নই। এই দিন দিন নয়, দিন আরও আসবে।’

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাকে ৮ দিনের রিমান্ডে পাঠান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানির সময় নিয়মের তোয়াক্কা না করে বিচারকের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার সামনে চলে গেছেন কামরুল ইসলামের ছেলে ডা. তানজির ইসলাম অদিত। আর এতে সহযোগিতার অভিযোগ ওঠে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ্ মো. মামুনের বিরুদ্ধে।

আদালতে তানজির ইসলাম অদিতের সঙ্গে নাজির শাহ মো. মামুনকে কোলাকুলি করতেও দেখা গেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এদিকে, এজলাসে বিচারকের খাস কামরার সামনে কামরুল ইসলামের ছেলে তানজির ইসলাম অদিতের অবস্থান নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা উত্তেজিত হলে সেখান থেকে সরে যান তিনি ও নাজির শাহ্ মো. মামুন।

পরবর্তীতে দুপুরে অনিয়মের অভিযোগ তুলে ও শেখ হাসিনার দোসর দাবি করে নাজির শাহ্ মো. মামুনের অপসারণের দাবিতে আদালতে বিক্ষোভ ও ভাংচুর করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এ প্রসঙ্গে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম গণমাধ্যমকে বলেন, ‘নাজির মামুন নিয়ম ভেঙে হত্যা মামলার আসামির ছেলেকে বিচারকের আসনের পাশে নিয়ে গেছেন। এতে সরকারি নিয়ম ভঙ্গ হয়েছে। বাইরের মানুষের বিচারকের লিফট দিয়ে প্রবেশ করে এজলাসে ঢোকার এখতিয়ার নেই। এতে করে ন্যায়বিচারে বিঘ্নিত হয়, মামলা পরিচালনা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।’

আদালত সংশ্লিষ্ট সবাইকে এধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তাঁর এমন আচরণের নিন্দা জানাই। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানাচ্ছি।’

সাংবাদিকরা নাজির মামুনের কক্ষ ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কেউ এতে জড়িত নয়। গত ৫ আগস্টের আগে তাঁরা আমাদের কক্ষ ভাঙচুর করেছে কিন্তু আমরা তেমনটা করিনি। মঙ্গলবার আমাদের নিয়মিত মিছিল হয়, সেখানে আজ মামুনের বিচার দাবির প্রসঙ্গটি যোগ হয়েছে। সেই মিছিলের পেছন থেকে উচ্ছৃঙ্খল তৃতীয় পক্ষের কেউ এ ঘটনা ঘটাতে পারে।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে