ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজার টালমাটাল, অংশীজনদের বৈঠক কী কেবলই লোক দেখানো?

২০২৪ অক্টোবর ১৫ ১৫:০৬:০১
শেয়ারবাজার টালমাটাল, অংশীজনদের বৈঠক কী কেবলই লোক দেখানো?

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকার আগমনের খবরে শেয়ারবাজারে বড় চাঙ্গাভাব দেখা দিয়েছিল। এতে বিনিয়োগকারীরা বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। তারা মনে করেছিল গত আড়াই বছরের ঘুরে ধরা শেয়ারবাজার অন্তবর্তী সরকারের ছোঁয়ায় এখন কেবল সামনের দিকেই অগ্রসর হবে।

কিন্তু বিনিয়োগকারীদের সেই আশায় গুড়ে বালি। বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশনের শুরু থেকেই উভয় শেয়ারবাজার ফের মন্দার কবলে পড়ে যায়। বাজারকে কোনভাবেই ইতিবাচক ধারায় ফেরানো যাচ্ছিল না। এর প্রেক্ষিতে কমিশন বাজারের বিভিন্ন অংশীজন তথা বিভিন্ন গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে, যারা মার্কেট মেকার নামে পরিচিত, তাদের সঙ্গে সিরিজ বৈঠকের আয়োজন করে।

এসব সিরিজ বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য মার্কেট মেকারদের সম্ভাব্য সহযোগিতা লাভ। কমিশনের সঙ্গে বৈঠকে মার্কেট মেকাররা বরাবরের মতো তাদের নানা দাবি ও পরামর্শ তুলে ধরেছে। পাশাপাশি বাজার ইতিবাচক ধারায় ফেরাতে তাদের প্রথাগত ‘প্রত্যয়’ও ব্যক্ত করেছে।

কিন্তু মার্কেট মেকারদের দেওয়া সেই প্রত্যয়ের ছিটেফোঁটাও বাস্তবে দেখা মিলেনি। বাজার যথানিয়মে নেতিবাচক ধারায়ই আটকে রয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, এই মার্কেট মেকাররাই নানাভাবে কারসাজিকারীদের লুটপাটে সহযোগিতা করেছে। তারা বাজারের সুস্থ্য ধারা কখনোই চায় না। সব সময় তারা বড় বড় বুলি আউড়ায়, কিন্তু বাস্তবে ছিটেফোঁটা অবদানও রাখে না।

তবে বিনিয়োগকারীদের আরেকটি অংশ বলছেন, মন্দার ছোবলে মার্কেট মেকাররাও বড় আকারে ক্ষতিগ্রস্ত। তাদের লোকসানের পাল্লাও বিনিয়োগকারীদের কাছ থেকে কম নয়। যে কারণে তারা ইচ্ছে করলেও বাজারকে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারছে না। লোকসানের ভারে অনেক প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটের মুখেও পড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে নতুন করে তারল্য প্রবাহ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থাকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় শেয়ারবাজারে সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক বিনিয়োগে পলিসিগত সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি দেশের বড় বড় শিল্প গোষ্টির মালিকদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে উৎসাহ যোগাতে হবে। অন্যথায় শেয়ারবাজারকে কাংখিত পর্যায়ে নেওয়ার স্বপ্ন স্বপ্নেতেই থেকে যাবে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে